কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও তনিমা আফ্রাদ এর সাথে মতবিনিময়
মোঃ আলমগীর মোল্লা
গাজীপুরের কালীগঞ্জে স্থাণীয় সাংবাদিকের সাথে নবাগত ইউএনও তনিমা আফ্রাদ এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে হল রুমে আনুষ্ঠানিক ভাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান লুলু, সদস্য মো. পনির খন্দকার প্রমূখ। এ সময় অন্যন্যের মাঝে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, ক্রীড়া সম্পাদক মো. শাহ্ নেওয়াজ, কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক মো. আলমগীর মোল্লা, জাকারিয়া আল মামুন, মোঃ নোমান হোসেন, মোঃ মনকির হোসেন,সাংবাদিক আব্দুর রহমান ও রিয়াদ হোসেন সহ কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আড়িখোলা রেল ষ্টেশনে ট্রেন যাত্রা বিরতি, কালীগঞ্জ হতে ঢাকা ও গাজীপুরে যাতায়াতের জন্য পরিবহন, যানজট নিরসন, কিশোর গ্যাং, অবৈধ ভাবে নদী দখল ও দোষন রোধ, বাজার মনিটরিং ও শিক্ষার পরিবেশ সহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এ উপজেলায় যোগদান করেছি। সরকারি সম্পদ রক্ষা ও সরকারি নিয়ম মেনে চলাই আমার একমাত্র কাজ। তিনি কালীগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে যথা সম্ভব পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারে মেধাক্রম তালিকার ১৫৪তম স্থানে থাকা তনিমা আফ্রাদ (১৮০৯৪) ২০১৭ সালের ২ এপ্রিল সরকারী চাকরিতে নিয়োগ পান। তিনি ২০২৩ সালের ২৮ জুলাই থেকে সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালনকালে গত ৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শেরপুর সদর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ বাড়ী নরসিংদী জেলার মনোহরদী।