কালীগঞ্জে মাদকদ্রব্য অভিযানে ৪০০ লিটার দেশীয় মত সহ এক নারী আটক

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার ও মদ তৈরির উপকরণ জব্দ করে মদ ব্যবসায়ী এক নারীকে আটক করা হয়। সোমবার (১১ নভেম্বর) রাতে তুমলিয়া ইউনিয়নের উত্তর দড়িপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক মদ ব্যবসায়ী ববি গমেজ (৩৫) উত্তর দড়িপাড়া এলাকার উজ্বল দরেজের স্ত্রী। সে দীর্ঘদিন যাবৎ নিজ বাড়ীতে চোলায় মদ তৈরি ও বিক্রি করে আসছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর দড়িপাড়া এলাকায় রাফায়েল দরেজ এর বাড়ীতে উজ্জল দরেজের স্ত্রী ববি গমেজ গোপনে দেশীয় মদ তৈরির কারখানা গড়ে তুলে দীর্ঘদিন যাবৎ নির্বিঘ্নে চুলাই মদ বিক্রি করে আসছেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন এর নেতৃত্বে ওসি (তদন্ত) রজিউল্লাহ্ খান, এস আই মো. ইব্রাহিম শেখ, মিলন মিয়া ও এএসআই ইনসান আলী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মৃত রাফায়েল দরেজের বাড়ীতে উজ্জল দরেজের বাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। পুলিশ উজ্জ্বল দরেজের ঘর তল্লাশি করে ১০ লিটার ২৫টি প্লাষ্টিক জার, ৫টি ২০ লিটারের প্লাষ্টিক জার, পলিথিনে মোড়ানো আধা লিটারের ৪০টি পেকেট মদ উদ্ধার করেন। পরে বাড়ির ছাদে টয়লেটের ভেতর থেকে ৬ ড্রাম মদ তৈরীর উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। যার পরিমাণ চোলাই মদ প্রায় ৪০০ লিটার ও মদ তৈরির উপকরণ (জাওয়া) প্রায় ৩০০ লিটার জব্দ করা হয়। উদ্ধার করা মদ ও উপকরণের বাজার মূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা সমপরিমাণ। এ সময় মদ তৈরি ও বিক্রির অভিযোগে ববি গমেজ নামে এক নারীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটককৃত নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় গত ১১ নভেম্বর রাতে ১৬(১১)২৪ নং মামলা দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। জড়িত মদ ব্যবসায়ী এক নারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা মদ ও উপকরণের বাজার মূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা সমপরিমাণ। আটক নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬(১১)২৪ নং মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আটক নারীকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *