মোঃএমদাদুল হক মিলন
পটুয়াখালী জেলাধীন,গলাচিপা উপজেলা ছাত্রদলের ১ নং সদস্য মোঃতরিকুল তুহিন,আজ সকালে সুহুরি ব্রিজের আগে তালতলা মোড়ে,মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে,ট্রাকের নিচে পরে মোঃতরিকুল ইসলাম তুহিন নি°হ°ত হন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি উইন)তার এই অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক- সভাপতি,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,দশমিনা গলাচিপা তথা পটুয়াখালী-৩ আসনের গণমানুষের নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থী জনাব,হাসান মামুন।তিনি বলেন তুহিনের অকাল মৃত্যুতে, আমরা হারিয়েছি একজন মেধাবী ছাত্র নেতাও বিগত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে সক্রিয় একজন সহযোগিকে।তিনি তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।এবং তুহিনের রুহের মাগফিরাত কামনা করেন