মোঃএমদাদুল হক মিলন
বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম তালুকদারের রাজনৈতিক পরিচয়।(জম্ম ১৯৪৪ সালের ১২ডিসেম্বরে মৃত্যু ২০১৪ সালের ৩১মে)
১.সাধারণ সম্পাদক পি.সি কলেজ ছাএ সংসদ(১৯৬৩)
২.সাংগঠনিক সম্পাদক ছাত্র ইউনিয়ন খুলনা জেলা (১৯৬৪)
3.সাধারণ সম্পাদক ছাত্র ইউনায়ান খুলনা জেলা(১৯৬৫)
৪.সহ সভাপতি ছাত্র ইউনিয়ান কেন্দ্রীয় কমিটির (১৯৬৮)
৫.সাধারণ সম্পাদক ন্যাশনাল আওয়ামী পার্টি খুলনা জেলা (১৯৬৯)
৬.বাগেরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (১৯৭৮)
৭.পর পর পাঁচ বার বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন
৮.মুক্তিযুদ্ধকালিন সুন্দরবন সাব সেক্টরের সেকেন ইন কামান্ড
৯.তিন বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করেন
১১.মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান কাউন্সিলের সাবেগ যুগ্ম মহাসচিব
১২ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (৫ম কাউন্সিল )
১৩.বিষিষ্ট সমাজসেবী,রাজনীতিবিদ,শিক্ষা অনুরাগী,যিনি ৩০টির বেশি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন
তার সুযোগ্য কন্যা, ফারহানা জাহান নিপা ও যোগ্য বাবার একজন যোগ্য কন্যা হিসেবে গ্রামগঞ্জে সাধারণ মানুষের পাশে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শোনার চেষ্টা করে চলেছেন,দলের দুর্দিনে তিনি ছিলেন একজন রাজপথের অগ্নিকন্যা,খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অংশগ্রহণ করা অবস্থায়,ঢাকা মিন্টু রোড থেকে, আটক হয়ে তিনি অনেক দিন জেল খেটেছেন,জেল থেকে বের হয়েও থেমে যাননি পুনরায় আবার ও পূর্বের চেয়ে আরো দুর্বার গতিতে,আওয়ামী ফেসিস্ট সরকারের বিরুদ্ধে প্রত্যেকটা প্রোগ্রামে, আন্দোলন, সংগ্রামে অংশগ্রহণ করেছেন।তিনি তার বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে,এবং আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করার জন্য ও এলাকার জনসাধারণের সুখে-দুখে পাশে থাকায়, এলাকার সর্বস্তরের জনগণ তাকে প্রতিনিধি হিসেবে পেতে চায়।