নানা আয়োজনে কাপ্তাইয়ে স্বাধীনতা দিবস উদযাপন

কাপ্তাই প্রতিনিধি।

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।

২৬ মার্চ ( মঙ্গলবার) কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে ৩১ বার তোপধ্বনি, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পরে বড়ইছড়ি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সকাল ৮টায় বর্ণাঢ্য প্যারেড এবং বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন।

এসময় চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল করিম( ওসি), কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম( ওসি), সহ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক শিক্ষক এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *