কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ টহলদল জ্বালানি কাঠসহ পিকাপ আটক

কাপ্তাই প্রতিনিধি।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের অভিযানে জ্বালনিকাঠসহ পিকাপ আটক।

সোমবার রাতে রাইখালী রেঞ্জের টহলদল অভিযান চালিয়ে পাচারকালে কারিগর পাড়া হতে জ্বালানি কাঠসহ পিকাপ (চট্টগ্রাম -ক ৫৮২৯)জব্দ করা হয়।

রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, পাচারকালে টহলদলের স্টাফ তিনছড়ি বিট কর্মকর্তা শফিউদ্দিন মজুমদার, বাঙ্গালহালিয়া বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মো. লতিফ মালামাল জব্দ করে।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো. নুরুল ইসলাম(ডিএফও) জানান টহল অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *