কাউখালীতে গুরুচাঁদ ঠাকুরের ১৭৮ তম আবির্ভাব উপলক্ষে শোভাযাত্রা

কাউখালী প্রতিনিধিঃ

পিরোজপুর কাউখালীতে ২৫ মার্চ সোমবার বিকেলে শ্রীশ্রী হরিগুরুচাদ মতুয়া আশ্রমের আয়োজনে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ১৭৮ তম আবির্ভাব উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মতুয়া আশ্রম প্রাঙ্গনে এসে শেষ হয়।

শুভযাত্রায় অংশগ্রহণ করেন, সংগঠনের সভাপতি আশীষ কুমার মৃধা, সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র হাওলাদার, উদযাপন কমিটির আহবায়ক পলাশ কুমার মৃধা, সদস্য সচিব আশীষ কুমার মজুমদার, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ পাল, বিপুল বরণ ঘোষ, সংগঠনের সহ-সভাপতি মাস্টার কিরণ চন্দ্র হালদার, মহেন্দ্রনাথ বেপারী, সাংগঠনিক সম্পাদক মাস্টার শ্যামাপ্রসাদ মিস্ত্রি, সহ-সম্পাদক মাস্টার উমেশচন্দ্র ঘরামি, মহিলা বিষয়ক সম্পাদক শিখারানী মিস্ত্রি সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, হরিনাম মহাজজ্ঞ, বৈঠকের কীর্তন, আলোচনা সভা, হরিপদ বলি কীর্তন, ধর্মীয় যাত্রাপালা সহ আলোচনা সভা।

দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে এই অনুষ্ঠানে হাজার হাজার ভক্তরা অংশগ্রহণ করেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *