মোঃ এমদাদুল হক মিলনঃ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের বাবা মরহুম এ এম মান্নান হাওলাদার এর রুহের মাগফিরাত কামনায় ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর হাওলাদার বাড়ির প্রাঙ্গনে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চরফ্যাশন উপজেলার বিএনপি নেতা আনম আমিরুল ইসলাম মিন্টিজ, মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, আশরাফুর রহমান দিপু অংশগ্রহণ করেন। এছাড়া, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ইফতার ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক তার বাবা এ এম মান্নান হাওলাদার এর রুহের মাগফিরাতের জন্য উপস্থিত সবার দোয়া কামনা করেন। এসময় তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশ পেয়েছি। এখন এই দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। বিশেষ করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এর মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ কার আহবান জানান তিনি। তিনি স্থানীয় নেকাকর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরআগে ঢাকা থেকে শনিবার দুপুর ২টায় চরফ্যাশন নতুন বাসস্ট্যান্ডএ পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।