এসএসসি পরীক্ষায় হিসাববিজ্ঞানে ভালো করার কার্যকরী কিছু কৌশল মোঃসাইফুল ইসলাম

অনেক শিক্ষার্থীর কাছেই হিসাব বিজ্ঞান বেশ ভীতির একটি বিষয়। তবে কৌশলে প্রস্তুতি নিলে হিসাব বিজ্ঞান ভালো ফল করা সম্ভব। এসএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞান শিক্ষার্থীদের ভালো করার জন্য কার্যকরী কিছু কৌশল আছে। হিসাব বিজ্ঞান ভালো করতে হলে ভয় নয়, চাই নিয়মিত চর্চা ও সঠিক কৌশল। তাই মনোবল হারানো চলবে না। আত্মবিশ্বাস অটুট রাখবেন।বিগত সালের প্রশ্নগুলো বারবার দেখতে থাকবে। হিসাব বিজ্ঞান ‘দক্ষতা’ গড়ে ওঠে ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে। নিজেকে সময় দিন, চর্চা করুন, আর আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিন।

জেনে নেওয়া যাক ভালো ফলাফল পাওয়ার কিছু কৌশল—

১.বহুনির্বাচনি প্রশ্নের জন্য পাঠ্যবইই মূল হাতিয়ার– প্রতিটি অধ্যায়ের রিডিং ভালোভাবে আয়ত্ত করুন।

২. সূত্র ও ছক মুখস্থ নয়, বুঝে শিখুন– প্রতিটি সূত্রের ও ছকের প্রয়োগ বুঝে নিন এবং নিজে নিজে উদাহরণ তৈরি করে অনুশীলন করুন।

৩. বিগত সালের প্রশ্ন অনুশীলন করুন–কিছু অঙ্ক করে নিজেকে যাচাই করুন।

৪. চূড়ান্ত হিসাবের অঙ্ক গুলোর প্রতি বেশি মনোযোগ দিন–এটি পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করবে।
৫. পরীক্ষার সময় ব্যবস্থাপনা শিখুন– প্রথমে সহজ প্রশ্ন, পরে কঠিন প্রশ্ন; এই কৌশল কাজে লাগান।
৬.ছক গুলো পরীক্ষা আগে দেখতে হবে।

যে অধ্যায়গুলো বেশি গুরুত্ব দেবে–
ক. বিভাগ (চূড়ান্ত হিসাব অধ্যায় )যেখান থেকে প্রশ্নের উত্তর দিতেই হবে।
৩য় অধ্যায় (আসবেই)এক তরফা দাখিলা পদ্ধতি।
৪র্থ অধ্যায় (আসবে)
৫ম অধ্যায় (আসবেই)
৬ষ্ঠী অধ্যায় (আসবেই)
৭ম অধ্যায় (আসবেই) ও
৯ম অধ্যায় (আসবেই)।

মো: সাইফুল ইসলাম , সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা ) ও উপজেলা মাস্টার ট্রেইনার (জীবন ও জীবিকা)। আওরাবুনিয়া মডেল হাই স্কুল ।
কাঠালিয়া, ঝালকাঠি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *