কাউখালীতে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য শস্য বিতরণ

মোঃ মেহেদী হাসান, কাউখালী প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালীতে ৭ এপ্রিল(রবিবার)সকাল ১১ ঘটিকায় পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উপলক্ষে বিশেষ ভিজিএফ ২০২৩ /২৪ কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ করা হয়।

উপজেলার ২ নং আমরাজুরী ইউনিয়ন পরিষদের সন্মুখে ১২৪৫ জন অসহায় ব্যক্তিদের মধ্যে ১০ কেজি করে এ বিশেষ ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ২ নং আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগন।

এ সময় চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে বলেন, ঈদের আনন্দ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ উদ্দেশ্য এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগনের সেবা করে যাবো।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *