আখাউড়ায় ৩৫০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

লায়ন রাকেশ কুমার ঘোষ(স্টাফ রিপোর্টার)।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পুলিশের অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ মোবারক আলম, এসআই(নিরস্ত্র) আনিসুজ্জামান, এএসআই(নিরস্ত্র) মোঃ আরিফ হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-০৭/০৪/২০২৪ ইং তারিখে সকাল অনুমান ০৮.১০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ১নং মনিয়ন্দ ইউপিস্থ, ধর্মনগর কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর আসামী সাদেক মিয়ার পরিহিত জিন্স প্যান্টের কোমড়ের পিছনের অংশে গোজানো অবস্থা থেকে মাদকদ্রব্য ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী সাদেক মিয়া(৩২), পিতা-মোতাহার মিয়া, মাতা-জহুরা খাতুন, সাং-দক্ষিন মিনারকোট, ইউপি-মনিয়ন্দ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

অপর অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ মোবারক আলম, এসআই(নিরস্ত্র) মোঃ এরশাদ মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-০৬/০৪/২০২৪ ইং তারিখে রাত ০৯.১০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন মোগড়া ইউপিস্থ, নীলাখাদ নীলাখাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শামসুল হক, পিতা- মৃত সুরুজ মিয়ার ধানী জমির সামনে পাঁকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য ৪ কেজি গাঁজা সহ আসামী মোঃ বাদল মিয়া (৫০), পিতা-মান্নান মিয়া, মাতা-রোশন আরা, সাং- মনিয়ন্দ (দীঘির পশ্চিমপাড়), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

অফিসার ইনচার্জ মোঃ নুরে আলম জানান,
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *