চন্দ্রঘোনা থানার সি আর মামলার ৭ আসামী গ্রেপ্তার

কাপ্তাই প্রতিনিধি।

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ পরোয়ানাভুক্ত ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় চন্দ্রঘোনা থানার এস আই মকবুলের নেতৃত্বে এস আই মাহবুব,এ এস আই তাহের, সঙ্গীয় ফোর্সসহ পরোয়ানাভুক্ত ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ক্য প্রু মার্মা, মাহলাচিং মারমা, অংছাইং মার্মা, থোয়াই চিং মার্মা, ক্যজইউ মার্মা, মইক্রাই মার্মা এবং সাচিংমং মারমাকে রাইখালী ইউনিয়ন জগনাছড়ি, কারিগর পাড়া হতে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আসামিরা সকলেই রাইখালী ইউনিয়ন জগনাছড়ি এলাকায় বসবাস করে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল করিম(ওসি) জানান,সকলে সি আর পলাতক পরোয়ানাভুক্ত আসামি।তাদের রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *