কাউখালীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি।

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে ১৮ই এপ্রিল(বৃহস্পতিবার) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে ৫ দিন ব্যাপি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয় ‌।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায়,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল(কুমিয়ান) প্রাঙ্গনে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর জেলার প্রাণি সম্পদ ট্রেনিং অফিসার ডাঃ নীরোদ বরন জয়ধর।

খামারী এবং বসতবাড়ীতে যাঁরা হাস,মুরগী ও পশুপালন করেন তাঁদেরকে পশু পালন বিষয়ে সচেতন করার উদ্দেশ্য পর্যায়ক্রমে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রাণী দাস,কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির,বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,আইসিটি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদ হাসান,প্রেস ক্লাবের সভাপতি শেখ নুরুল হুদা বাবু, সহঃ সভাপতি মোঃ মেহেদী হাসান,  সাংবাদিক গাজী আনোয়ার হোসেন , নুরুজ্জামান খোকন ও নাঈম কাজী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউখালি উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের এলএফএ মোঃ জহিরুল ইসলাম।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *