২৪৫ কেজি জবাইকৃত হরিণের মাংস উদ্ধার

পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি।

বরগুনার পাথরঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টকার্ড অভিযান চালিয়ে আবারও ২৫ কেজি জবাইকৃত হরিণের মাংস উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে চরলাঠিমারা এলাকা থেকে জবাইকৃত হরিণের ৪ টি পাসহ ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করে বলে কোস্টগার্ডের পুত্র মতে জানা গেছে ।

পাথরঘাটা স্টেশন কমান্ডার শাকিব মেহবুব বলেন, মাংস উদ্ধার কালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস পাচারকারীরা পালিয়ে যায় তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস পাথরঘাটা বন বিভাগের নিকট হস্থান্তর করা হয়।

পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, জব্দকৃত মাংসগুলো কেরোসিন দিয়ে যথারিতি মাটিচাপা দেয়া হবে।

উল্লেখ্য গত ৮ এপ্রিল সুন্দরবন থেকে পাচারককালে ৩ পাচারকারী সহ ২২০ কেজি জবাইকৃত হরিণের মাংস উদ্ধার করেছিল বাংলাদেশ কোস্টগার্ড। এছাড়াও ১৭ এপ্রিল চরদুয়ানীর বান্ধাঘাটা এলাকা থকে ২টি জ্যান্ত হরিণ স্থানীদের সহায়তায় উদ্ধার করে জ্ঞানপাড়া বনবিভাগের সদস্যরা।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *