কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ 

কাপ্তাই প্রতিনিধি।

রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে  ওয়াগ্গা কুকিমারা বৌদ্ধবিহার প্রাঙ্গনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায়  প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের অধীনে ২০২৩-২৪ অর্থবছরে (এপ্রিল-জুন/২০২৪) সময়ে গ্রামীণ জনগণকে তথ্য প্রদান ও উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি ছিলেন  কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বী, উপজেলা তথ্য আপা তাহমিনা সুলতানা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার প্রমুখ। এসময় ওয়াগ্গা ইউপি সদস্যরাসহ স্থানীয় মহিলারা উপস্থিত ছিলেন।

মহিলা সমাবেশে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে করণীয় এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিতে প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *