বিশেষ প্রতিনিধিঃ
মনিরুজ্জামান মনির
হাবিবুর রহমান সেলিম রেজা
তিনি ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া থানার শুক্তাগর ইউনিয়- কাঠিপারাতে জন্ম গ্রহন করেন। তিনি বাংলাদেশ জাতিয়তাবাদী দল করার কারনে দেশ ছেড়ে চলে জান নিউইয়োর্কে, সেখানে তিনি প্রবাসিদের নিয়ে রাজনিতী শুরু করেন। তিনি সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সভাপতি নির্বাচিত হন।
নিউইয়র্ক থাকা অবস্থায় তার আম্মা মারা জান,কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারনে মৃত্য মায়ের লাশ দাফনেও আসতে পারেননি নিজের জন্মভুমি বাংলার মাটিতে। তারপর দির্ঘ ১২ বছর পরে তিনি দেশের মাটিতে পা রাখেন। উৎসক লাখো জনতা তাকে ফুলের মালা- তোরা দিয়ে বরন করেন। দেশে ফিরেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদি দলের জনক মেজর জেনারেল জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তাবক অর্পন করেন।