বৈষম্য বিরোধী আন্দোলনে শাহিন হত্যা মামলার আসামি তৌহিদুল গ্রেফতারর

বৈষম্য বিরোধী আন্দোলনে শাহীন হত্যা মামলার আসামি তৌহিদুল গ্রেফতার
স্টাফ রিপোর্টার ঃ
রাজধানীর সায়েদাবাদ জনপদ মোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ট্রাক চালক শাহীন হত্যা মামলার এজাহার নামীয় আসামী সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাবের) ও সাবেক খাদ্য মন্ত্রী আমীর হোসেন আমুর সহযোগী তৌহিদুল ইসলাম রানাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। (২৬ নভেম্বর) বিকেলে গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ দিন যাবৎ তৌহিদুল পলাতক ছিল।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানাযায়, ট্রাক চালক শাহীন হত্যার ঘটনায় নিহতের ৬ মাসের অন্তঃস্বত্তা স্ত্রী স্বপ্না বেগম ৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায়৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা করেন।
তৌহিদুল ১৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাবেক ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান ও সাবেক খাদ্যমন্ত্রী আমির হোসেন আমুর নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে ছাত্র – জনতার উপর হামলা চালিয়ে আহত ও হত্যাকান্ড ঘটায়। তাছাড়া অর্থ দিয়ে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের উস্কানি দেয়।
এছাড়া সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাবের) এর দূনীতি, অপকর্ম ও অর্থ পাচারের সহযোগী। ভূমি মন্ত্রনালয়ের ডিজিটাইজেশনের কাজের ভূয়া প্রতিষ্ঠান এবং দুর্নীতির মাধ্যমে সরকারের হাজার হাজার কোটি টাকা কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দুবাইয়ে পাচারের অন্যতম সহযোগী।
তৌহিদ সাবেক খাদ্যমন্ত্রী আমির হোসেন আমুর সাথেও তার অবৈধ ও অনৈতিক লেনদেন ছিল।
যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক মহশিন হোসাইন তৌহিদুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক চালক শাহীন হত্যা মামলার ৩৪ নম্বর এজাহার নামীয় আসামী তৌহিদুল। দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল। মঙ্গলবার বিকেলে গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।বুধবার সকালে তাকে সিএমএম কোর্টে তোলা হলে কোট তাকে জেলহাজতে প্রেরণ করে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *